নিভৃতে
সুজন দাশগুপ্ত
সৃষ্টিসুখ প্রকাশন


ইবুক নির্মাণ - The Bookmakers
"বাংলায় সিচুয়েশন কমেডি বেশি নেই। সেই জন্যেই ভেবেছিলাম বেন ট্র্যাভার্সের ‘রুকারি নুক’-এর রসবস্তুকে বাঙালি রূপ দিলে কেমন হয়? কাজটা করতে গিয়ে দেখলাম বাঙালির পাতে দিতে হলে অনেক কিছুই পালটাতে হবে। ‘নিভৃতে’ সেই চেষ্টার ফল। অধুনা বিলুপ্ত ‘সুকন্যা’-র শারদীয় সংখ্যায় এটি ছাপা হয়েছিল ১৩৯৩ সালে। যদ্দূর জানি সংখ্যাটি কারোর হাতে পৌঁছয়নি, বিক্রি হবার আগেই প্রবল বর্ষণে সবকটি সংখ্যাই বিনষ্ট হয়! সেটা পাঠকদের দুর্ভাগ্য না সৌভাগ্য, সে বিচার আমার নয়। যাই হোক, ‘নিভৃতে’-অনেক বছর আগের লেখা। যুগোপযোগী করার জন্য কিছু কিছু পরিবর্তনের প্রয়োজন ছিল। যতটুকু একেবারে না করলেই নয়, সেটুকুই করলাম। আশা করি সহৃদয় পাঠকরা সিচুয়েশন কমেডিকে বাস্তবের কষ্টিপাথরে যাচাই করবেন না।"
সুজন দাশগুপ্ত
মন্টভিল, নিউ জার্সি
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























