ফিনিক্স
জাহিদ হোসেন
বুক-ই-কার্ট পাবলিশিং


ইবুক নির্মাণ - The Bookmakers
প্রতিশোধের রং কী? এটা কি লাল, নাকি নীল না আগুনরঙা?
প্রখ্যাত রহস্যরোমাঞ্চ লেখক ওবায়েদ রহমানের একমাত্র ছেলে ইশতিয়াক রহমান অফিস থেকে ফেরার পথে নিখোঁজ হয়। তার অর্ন্তধানের এক সপ্তাহ পর দোরগোড়ায় হাজির হয় রহস্যময় এক ভিডিও ও একটি কাটা আঙুল! ভিডিওতে কি জানি বিড়বিড় করে যায় হেলমেটধারি এক উন্মাদ। ডাক পড়ে স্বেচ্ছানির্বাসনে থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার আলী রেজা বখতিয়ারের, সাথে ইশতিয়াকের দুই বন্ধু ইফতি ও রোমেল। তারা তিনজন মিলে কি পারবে উন্মাদটাকে থামাতে? ইশতিয়াককে ঘরে ফিরিয়ে আনতে?
এদিকে মুরাদপুর শান্ত, নিস্তরঙ্গ এক গ্রাম। কিন্তু হঠাৎই এক অশুভ ছায়া গ্রাস করে ফেলে গ্রামটিকে। নৃশংসভাবে খুন হন অকৃতদার ডাঃ মইনুল হক। ঘটনা তদন্তে পাঠানো হয় ডিবির তরুণ তুর্কি সায়েম সোবহানকে। কিন্তু একের পর এক নৃশংস খুন ঘটতেই থাকে। এ সবগুলো খুন কি একসূত্রে গাঁথা? কী প্রমাণ করতে চায় খুনি? কিসেরই বা প্রতিহিংসা তার?
পুরাণের অগ্নিবর্ণ ফিনিক্স পাখি আপন ছাইভস্ম থেকে পুণরায় জেগে ওঠে। ফিনিক্স পুণর্জাগরণের প্রতীক, পুনরুত্থানের প্রতীক। কাগুজে ফিনিক্স কি পুণরায় জেগে উঠবে, কারই বা হবে পুণরুত্থান? কার প্রতিশোধের আগুন?
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























