রাগ রঞ্জাবতী
বিপুল দাস
সৃষ্টিসুখ প্রকাশন


ইবুক নির্মাণ - The Bookmakers
দ্বাদশ শতাব্দীর শেষ ভাগের কিছু সময়। লক্ষ্মণ সেন প্রায় অথর্ব হয়ে পড়েছেন। গৌড়বঙ্গ জুড়ে নব্য-ব্রাহ্মণ্যতন্ত্রের প্রবল স্রোত। কুলীন ব্রাহ্মণগণ তাঁদের স্ত্রীদের সংখ্যা স্মরণে রাখতে পারছেন না। অন্তর্জলিতে গিয়েও দার গ্রহণ করছেন। দেবদাসী প্রথার নামে বিকৃত যৌনাচার চলছে। রাজন্যবর্গ আর জনপদের সচ্ছল সম্প্রদায় বিলাসব্যসনে মত্ত হয়ে উঠেছে। মন্দিরে মন্দিরে অসংখ্য বাররামা উৎসর্গ করে গর্বিত হয়ে উঠছেন স্বয়ং রাজা। কবিরা লিখে চলেছেন বারবনিতাদের প্রশস্তিমূলক কাব্য। গৌড়বঙ্গের প্রতিটি ঘর নীতিভ্রষ্ট কামলীলার আগার। গৃহে দাসী রাখা হয় কাম চরিতার্থ করার জন্য। ব্রাহ্মণ শূদ্র নারীকে বিবাহ করতে পারে না, কিন্তু তার সঙ্গে যথেচ্ছ যৌনাচারে লিপ্ত হওয়া অপরাধ নয়। ওদন্তপুর বিহার ধ্বংসের পর সবাই আশঙ্কিত এবার বক্তিয়ার খিলজি গৌড়বঙ্গের রাজধানী আক্রমণ করবে। নগর ছেড়ে পালিয়ে যাচ্ছে ব্রাহ্মণ এবং বণিকের দল। এই সময়ের প্রেক্ষিতে এই কাহিনি শুরু হয়েছে। ‘রাগ রঞ্জাবতী’ আসলে এক সাংগীতিক ভ্রমণের গল্প। সংগীতের অন্তর্লীন সৌন্দর্যের খোঁজে পুণ্ড্রবর্ধনের এক বীণাবাদক আর গৌড়ের এক নর্তকী আনন্দীর প্রেমগাথা। সোমনগরী এবং দেবগান্ধার— দুটি কাল্পনিক নগরীর পটভূমিতে শুরু হয়েছে কাহিনির বিস্তার।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























