চন্দ্রহাস
সৌরভ চক্রবর্তী
দ্য কাফে টেবল


ইবুক নির্মাণ - The Bookmakers
পারিবারিক নরবলি। এই দুটো শব্দের মধ্যে এক অমোঘ আকর্ষণ রয়েছে। এই বিষয়ে কোথাও কোনো প্রকাশিত লেখা পেলেই গোগ্রাসে পড়ে ফেলি আমরা। পরিবারগুলোর অন্ধকার ইতিহাসকে জেনে নিয়ে, বীভৎস সব দৃশ্য কল্পনা করে শিহরিত হই। কিন্তু কখনো কি ভেবে দেখি, যে পরিবার পারিবারিক পরম্পরায় নরবলির ক্রিয়ায় আবদ্ধ তাঁদের মনের অবস্থা কীরূপ? কেন বেশিরভাগ ক্ষেত্রে অন্ধকার এই ইতিহাসকে পারিবারিক তথ্যসূত্র সমৃদ্ধ গ্রন্থে তারা লিপিবদ্ধ করেন না? এই উপন্যাস লিখতে গিয়ে সেসব কাহিনি এক এক করে জানা হয়েছে। এমনকী এই কাহিনি সম্পূর্ণ জানার প্রক্রিয়ায় লেখককে আইনি প্রক্রিয়া অবধি যেতে হয়েছে, এতটাই গোপন সেসব তথ্য। নরবলির নৃশংসতার এক দলিল হতে চলেছে এই উপন্যাস।
যেসব মূল চরিত্র এসেছে এই গ্রন্থে তারা কেউ ঐতিহাসিক চরিত্র, কেউ সে সময়ের সাধারণ মানুষ, কারো জন্ম গল্প বলার খাতিরে। রাজত্ব, লোভ, একনায়কতন্ত্র, রাজকীয় পুজো, তন্ত্রাচার, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিশোধের এক জীবন্ত দাস্তাঁ চন্দ্রহাস। কখনো এর শুরু মহেঞ্জোদারোতে, কখনো ব্রিটিশ ভারতে আবার কখনো খোদ কলকাতায়।
শুরু তো জানা হল, কিন্তু শেষ? উত্তর দিতেই 'চন্দ্রহাস'-এর অবতারণা।
Available at -
The Bookmakers is not distributor of this ebook and not responsible for its availability


























